নিউজ পিপলস https://newspeoplesbd.com/ বাংলাদেশ Sat, 06 Jan 2024 16:07:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.3.4 https://i0.wp.com/newspeoplesbd.com/wp-content/uploads/2021/04/cropped-logo.jpg?fit=32%2C32&ssl=1 নিউজ পিপলস https://newspeoplesbd.com/ 32 32 191588442 যে কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী https://newspeoplesbd.com/archives/6788 https://newspeoplesbd.com/archives/6788#respond Sat, 06 Jan 2024 16:07:02 +0000 https://newspeoplesbd.com/?p=6788 আগামীকাল রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ওই দিন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ৮টায় তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ওই দিন দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।

]]>
https://newspeoplesbd.com/archives/6788/feed 0 6788
যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত : মহাপরিচালক https://newspeoplesbd.com/archives/6785 https://newspeoplesbd.com/archives/6785#respond Sat, 06 Jan 2024 16:02:55 +0000 https://newspeoplesbd.com/?p=6785 যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। তিনি বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।
আজ শনিবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে বিজিবি’র অস্থায়ী নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

]]>
https://newspeoplesbd.com/archives/6785/feed 0 6785
ধানমন্ডির বাসা থেকে মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার https://newspeoplesbd.com/archives/6782 https://newspeoplesbd.com/archives/6782#respond Sat, 06 Jan 2024 15:54:35 +0000 https://newspeoplesbd.com/?p=6782 রাজধানীর ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয় মডেল ও অভিনয়শিল্পী তাসনিয়া রহমানকে। এরপর দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসাপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাসনিয়াকে মৃত ঘোষণা করেন। প্রথম আলোকে তাসনিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার উপপরিদর্শক জান্নাতুল ফেরদৌসী।

]]>
https://newspeoplesbd.com/archives/6782/feed 0 6782
নীতিমালা ছাড়া হিন্দি সিনেমা আমদানি নিয়ে হাইকোর্টের রুল https://newspeoplesbd.com/archives/6776 https://newspeoplesbd.com/archives/6776#respond Tue, 29 Aug 2023 02:21:59 +0000 https://newspeoplesbd.com/?p=6776 পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি না করে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়ে জারি করা অফিস আদেশ কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আমদানি নীতি আদেশ ২০২১ ও ২০২৪ অনুচ্ছেদ ২৫ (৩৬) (গ) অনুসারে ২০ এপ্রিল জারি করা অফিস আদেশ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

]]>
https://newspeoplesbd.com/archives/6776/feed 0 6776
মানহানির মামলায় শাকিব খানের বিরুদ্ধে সমন জারি https://newspeoplesbd.com/archives/6771 https://newspeoplesbd.com/archives/6771#respond Tue, 09 May 2023 08:49:18 +0000 https://newspeoplesbd.com/?p=6771 মানহানি মামলায় চিত্রনায়ক শাকিব খানকে জবাব দাখিলের জন্য সমন জারি করেছেন আদালত। শতকোটি টাকার মানহানির অভিযোগে ‘অপারেশন অগ্নিপথ’ নামের একটি ছবির প্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহ বাদি হয়ে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে এ মামলা করেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক আগামী ১৫ মে জবাব দাখিলের জন্য সমন জারি করেন।

মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলামের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদিপক্ষ কোর্ট ফি দাখিল করায় সোমবার বিচারক জবাব দাখিলের জন্য সমন জারি করেন
এরআগে রোববার (৩০ এপ্রিল) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে এ মামলা করেন প্রযোজক রহমত উল্লাহ। আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেন।

গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদি হয়ে শাকিব খানের বিরুদ্ধে মানহানি মামলা করেন। আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

]]>
https://newspeoplesbd.com/archives/6771/feed 0 6771
ঈদের ছুটি বাড়ল একদিন https://newspeoplesbd.com/archives/6767 https://newspeoplesbd.com/archives/6767#respond Mon, 10 Apr 2023 12:52:00 +0000 https://newspeoplesbd.com/?p=6767 আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে। ঈদযাত্রার সুবিধার্থে ২০ এপ্রিল নির্বাহী আদেশে এ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়।

]]>
https://newspeoplesbd.com/archives/6767/feed 0 6767
ভূমিকম্পের পর স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল ৩০০ কিলোমিটারের ফাটল https://newspeoplesbd.com/archives/6764 https://newspeoplesbd.com/archives/6764#respond Mon, 13 Feb 2023 04:50:21 +0000 https://newspeoplesbd.com/?p=6764 ভূমিকম্পের পর তুরস্কের ভূখণ্ডে দুটি ফাটলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে একটি ফাটল ৩০০ কিলোমিটার লম্বা। আরেকটি ফাটলের দৈর্ঘ্য ১২৫ কিলোমিটার। বিজ্ঞানীরা বলছেন, গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্প কতটা শক্তি নির্গত করেছিল, ফাটলগুলো তার প্রমাণ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ফাটলগুলোর সন্ধান পেয়েছেন যুক্তরাজ্যের সেন্টার ফর দ্য অবজারভেশন অ্যান্ড মডেলিং অব আর্থকুয়াকস, ভলকানোস অ্যান্ড টেকটোনিকসের (কমেট) বিজ্ঞানীরা। সেন্টিনেল-১ নামের একটি স্যাটেলাইট থেকে ভূমিকম্পের আগে ও পরে তোলা ছবি যাচাই করে ফাটল দুটি খুঁজে বের করেছেন তাঁরা।

সোমবার তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সেদিন ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর ৯ ঘণ্টা পরে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এসব ভূমিকম্পে এখন পর্যন্ত সাড়ে ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর অবকাঠামোগত ক্ষতি আকাশছোঁয়া।

গতকাল শুক্রবার এক টুইট বার্তায় কমেট জানায়, দুটি ফাটলের মধ্যে বড়টি ভূমধ্যসাগরের উত্তর-পূর্ব প্রান্ত থেকে আরও উত্তর-পূর্বে ৩০০ কিলোমিটার পর্যন্ত গিয়েছে। দ্বিতীয় ফাটলটি ১২৫ কিলোমিটার। ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানার সময় এ ফাটল সৃষ্টি হয়।

]]>
https://newspeoplesbd.com/archives/6764/feed 0 6764
আগামী মাস থেকে চালু হচ্ছে ভূমিসেবা কাস্টমার কেয়ার সেন্টার https://newspeoplesbd.com/archives/6761 https://newspeoplesbd.com/archives/6761#respond Mon, 19 Dec 2022 04:29:02 +0000 https://newspeoplesbd.com/?p=6761 আগামী মাস থেকে চালু হচ্ছে ভূমিসেবা কাস্টমার কেয়ার সেন্টার
ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান পিএএ বলেছেন, ‘আগামী নতুন বছরের জানুয়ারি থেকে ভূমিসেবা কাস্টমার কেয়ার সেন্টার চালু হবে।’ কাস্টমার কেয়ার সেন্টারটি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে স্থাপন করা হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের সাথে আইসিটি বিভাগের আওতাভুক্ত অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর মধ্যে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাহিদ হোসেন পনির এবং এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

সচিব এ সময় আরো বলেন, ‘১৬১২২ কিংবা ৩৩৩ এ কল করে ভূমি সেবা গ্রহণ করার সঙ্গে সঙ্গে নাগরিকগণ ইচ্ছে করলে কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি গিয়ে আইনি পরামর্শ এবং বিভিন্ন ধরণের ভূমিসেবা যেমন ই-নামজারি, ভূমি উন্নয়ন কর ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবেন। প্রাথমিকভাবে নয় জন কাস্টমার কেয়ার সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে এই সেবা দেওয়া হবে।’

]]>
https://newspeoplesbd.com/archives/6761/feed 0 6761
ইতিহাস গড়া হ্যাটট্রিকে গোল্ডেন বুট এমবাপ্পের https://newspeoplesbd.com/archives/6757 https://newspeoplesbd.com/archives/6757#respond Sun, 18 Dec 2022 19:10:57 +0000 https://newspeoplesbd.com/?p=6757 মেসির সঙ্গে যৌথভাবে ৫ গোলে নিয়ে খেলতে কাতার বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে হ্যাটট্রিক করে পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করে জিতেন বিশ্বকাপের গোল্ডেন বুট। অন্যদিকে ফাইনালে দুই গোল করে এক গোলের জন্য গোল্ডেন বুট মিস করেন লিওনেল মেসি।

ম্যাচের প্রথমার্ধে ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। সেই সঙ্গে এমবাপ্পেকে ছাড়িয়ে পৌঁছে যান ৬ গোলে। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধের ৮০ ও ৮১ মিনিটে জোড়া গোল করে মেসিকে ছাড়িয়ে ৮ গোল পৌঁছে যান এমবাপ্পে। সেই সঙ্গে দুই গোলে পিছিয়ে ফ্রান্সকে ফেরান সমতায়।

 

 

]]>
https://newspeoplesbd.com/archives/6757/feed 0 6757
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে নিজের প্রথম বিশ্বকাপ জিতলেন লিয়োনেল মেসি। https://newspeoplesbd.com/archives/6754 https://newspeoplesbd.com/archives/6754#respond Sun, 18 Dec 2022 19:03:35 +0000 https://newspeoplesbd.com/?p=6754 বিশ্বকাপের ইতিহাসে নিঃসন্দেহে সেরা ফাইনাল। গোটা ম্যাচ জুড়ে বার বার বদলাল খেলার রং। প্রথমার্ধে লিয়োনেল মেসি ও আঙ্খেল দি মারিয়ার গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। তো নির্ধারিত সময়ের শেষ দিকে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলেন এমবাপে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হল খেলার ফয়সালা। সেখানে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। মেসিদের হয়ে নায়ক হয়ে উঠলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ফ্রান্সের দু’টি গোল বাঁচালেন তিনি। শেষ পর্যন্ত নিজের শেষ বিশ্বকাপ জিতে মাঠ ছাড়লেন মেসি।

দুই অর্ধে দেখা গেল দুই ছবি। প্রথমার্ধ যদি লিয়োনেল মেসির হয়, তা হলে দ্বিতীয়ার্ধের ৭৮ থেকে ৮৫ মিনিটের মধ্যে খেলার ছবি বদলে দিলেন কিলিয়ান এমবাপে। দু’দলের দুই সেরা ফুটবলারের লড়াইয়ে শেষ হাসি হাসলেন মেসি। প্রথমার্ধে মেসি একটি গোল করলেন তো এমবাপে জোড়া গোল করে ফ্রান্সকে লড়াইয়ে রাখলেন। প্রথম ৭০ মিনিট খেলায় দাপট দেখাল আর্জেন্টিনা। কিন্তু তার পরে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ‌ঁর দুটো পরিবর্তন খেলার রং বদলে দিল। কোম্যান ও কামাভিঙ্গা নামার পরে এমবাপে সেই খেলাটা খেললেন যেটা তিনি প্রথমার্ধে খেলতে পারেননি। ৯০ মিনিটে খেলা শেষ হল ২-২। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে আবার গোল করলেন মেসি। কিন্তু তাতেও জয় আসেনি। তিন মিনিট বাকি থাকতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। শেষ পর্যন্ত খেলা গড়া টাইব্রেকারে। সেখানে বাজিমাত করলেন মেসিরা।

]]>
https://newspeoplesbd.com/archives/6754/feed 0 6754